
মালিক পক্ষ মেটা বলছে, সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীদের উপরে গোপন নজরদারি চালানোর জন্য কিছু নজরদারী সংস্থাকে নিষিদ্ধ করেছে। সর্বশেষ তথ্য অনুসারে জানা যায় তারা এই পর্যন্ত ৭টি নজরদারী সংস্থাকে নিষিদ্ধ করেছে। মেটা বলছে । এই জাতীয় অপরাধমূলক কাজের জন্য প্রায় ৫০ হাজার ইউজার তাদের নিকট হতে সতর্ক বার্তা পাবে। .
যে সকল অপরাধে এই সকল সংস্থা জড়িত থাকে সেটা বর্ণনা করতে গিয়ে মেটা বলে - তারা ভূয়া একাউন্ট খুলে, টার্গেট করা একাউন্ট হতে বন্ধুদের সরিয়ে দেয়া এবং তাদের আইডি হ্যাক করে তথ্য ছড়িয়ে দেয়া এবং ব্লাকমেইল করা । মেটা জানিয়েছে, সাংবাদিক ও মানবাধীকার কর্মি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের উপর তারা টার্গেট করেছে । মেটা কয়েকমাস নজরদারী করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ-এর প্রায় দেড় হাজার পেজ বাতিল করে দিয়েছে ।. .
Ajker Bogura / জয় বাংলা২৪ নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: