• ঢাকা
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

পথশিশুদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করলেন নগরবাসী


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৪৭ পিএম
পথশিশুদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি

সামাজিকভাবে অবহেলিত ছিন্নমূল পথশিশুদের সাথে পবিত্র রমজানের ইফতারির আনন্দ ভাগাভাগি করলেন নগরবাসী। যেখানে সমাজের সকল শ্রেনী পেশার মানুষ ছোট ছোট পথশিশুদের সাথে বসে ইফতারি করেছেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ২১ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ইফতার আয়োজন করে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন বাউলমনা সংগীত সংঘ এবং ইয়াং রাইডার্স ক্লাব।.

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত পথশিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে আগামীতে তারা দেশের সম্পদ হয়ে উঠবেন। এব্যপারে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা পালনের আহবান জানান তারা।.

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সদস্য সচিব আহসান হাবীব দিনার। বক্তব্য রাখেন ইয়াং রাইডার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদ আজম এবং বাউলমনা সংগীত সংঘের সভাপতি আল আমিন শরিফ ও আহবায়ক নাট্যকার আপেল মাহমুদ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুজাউদ্দিন কায়সার, কবি কামরুজ্জামান, কবি মাশরুরা লাকী, 
সাংবাদিক হাসান খান, ডা হুমায়ুন কবির চৌধুরী,  সমাজ সেবক নজরুল ইসলাম মিশা, শেখর, বেহাল মিলন, ফকির মিলন, দর্পন জামিল, অভিলাষ দাস, বলাকা সাইদুল, সাইফুল আলম, জাহিদ, জাহাংগীর বাউল প্রমুখ।
 . .

Ajker Bogura / নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ