• ঢাকা
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

মাত্র ৩ লাখ ৪০ হাজার টাকায় এখন বাংলাদেশে পাওয়া যাবে রয়েল এনফিল্ড বাইক


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:১২ পিএম
Bullet 350

অবশেষে দেশের বাজারে লঞ্চ হলো রয়্যাল এনফিল্ড। আজ সোমবার (২১ অক্টোবর) ইফাদ মোটরস চারটি ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উন্মোচন করেছে। মডেল চারটি হলো হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর। .

মোটরসাইকেলগুলো দাম রাখা হয়েছে ৩.৪ লাখ থেকে ৪.৩৫ লাখ টাকার মধ্যে।  .

হান্টার ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৩.৪ লাখ টাকা থেকে। তবে রঙের ভিন্নতার ওপর ভিত্তি করে দাম বাড়তে পারে।.

ক্লাসিক ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪.০৫ লাখ টাকা থেকে, আর বুলেট ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৪.১০ লাখ টাকা থেকে।  .

হাইওয়ে রাইডারদের প্রিয় মিটিওর ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪.৩৫ লাখ টাকা থেকে।  .

আগামীকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হবে মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৪৫ দিন পর মোটরসাইকেল ডেলিভারি শুরু করবে কোম্পানিটি।. .

Ajker Bogura / শাহরিয়ার হাসান

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ