• ঢাকা
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

একাদশে ভর্তির আবেদন ৮ থেকে ১৫জানুয়ারি


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৯:০৯ পিএম
একাদশে ভর্তির আবেদন ৮ থেকে ১৫জানুয়ারি

রেকর্ড গড়ে এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর এবার কলেজে ভর্তির পালা; যে প্রক্রিয়া শুরু হচ্ছে ৮ জানুয়ারি থেকে।.

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ৮ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আর ক্লাস শুরু হবে ২ মার্চ।.

আগের ধারাবাহিকতায় এবারও অনলাইনে আবেদন করতে হবে, যে সময়সীমা শেষ হবে ১৫ জানুয়ারি।.

গত বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে।.

ঢাকা ছাড়াও আরও আট বোর্ড এ নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম চালাবে। কারিগরি ও মাদ্রাসা বোর্ডও একাদশে একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। .

সাধারণত ফেব্রুয়ারি-মার্চে পরীক্ষা শেষে জুলাইয় ক্লাশ শুরু হয়; এবার যা হবে মার্চে।.

এবারও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ‍ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।.

২০১৯, ২০২০ ও ২০২১ সালে যারা এসএসসি পাশ করেছে, তারা ভর্তির আবেদন করতে পারবেন।.

এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।.

যারা ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করবে, তাদেরও এ সময়ের মধ্যে ভর্তির আবেদন করতে হবে।
ভর্তির জন্য অনলাইনে www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।.

অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না বলে নীতিমালায় জানানো হয়েছে।.

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে।.

ভর্তির নীতিমালায় বলা হয়, একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, সেগুলোর মধ্য থেকে মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।.

বৃহস্পতিবার এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।.

করোনাভাইরাস মহামারীর মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী, যা এ যাবৎকালের সর্বোচ্চ।. .

Ajker Bogura / সাদিয়া আফরিন

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ