
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে যুব র্যালী ও আলোচনা সভার আয়োজন করে সামাজিক সংগঠন SAY Bangladesh.
শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৪ টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী SAY Bangladesh এর বগুড়া অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয় এবং সদস্যরা আলোচনা সভায় মিলিত হয়।.
Say Bangladesh এর প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক জনাব এস এম শাহরিয়ার হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন Say Bangladesh এর প্রতিষ্ঠাতা সদস্য আইসিসি কমিউনিকেশন লিমিটেড বগুড়া শাঁখার ইনচার্জ মোঃ সৌরভ হোসাইন । সভায় যুবকদের সামাজিক দায়িত্ব ও পরিবেশ রক্ষায় যুবকদের করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় জেলার বিভিন্ন এলাকার যুব ও যুবারা উপস্থিত ছিলেন।এছাড়া SAY Bangladesh এর যুব সদস্যদের সহোযোগিতায় আগামি ২০২৫ সালের জানুয়ারী মাসের ১ তারিখ থেকে পথ শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় একটি সান্ধ্য কালিন স্কুল স্থাপনের বিষয় আলোচনা করা হয়।.
.
Ajker Bogura / Desk report
আপনার মতামত লিখুন: