
গতকাল শনিবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরের পরিত্যক্ত ঘরের মেঝে থেকে সন্ধ্যায় ‘নিখোঁজ’ টেকনাফের রোহিঙ্গা নেতা সৈয়দ আমিনের (৪০) লাশ মাটি খুঁড়ে উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। .
৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান এর মারফত জানা যায়, নিখোঁজ আমিন টেকনাফ উপজেলার হোয়াইংকাং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকুল শিবিরের সি-৪ ব্লকের মাঝি ছিলেন । .
১৭ জানুয়ারি ২০২১, বিকেলে চারজন লোক ঘর থেকে আমিনকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আমিন নিখোঁজ হন । পুলিশ অনুসন্ধান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করে । তারা উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের ই-৩ ব্লকের বাসিন্দা মো. সালামের ছেলে মোহাম্মদ ইসলাম (২২), শিবিরের একই ব্লকের মো. কাশেমের ছেলে আবদুল মোনাফ (২৬) ও মোহাম্মদ সালামের ছেলে মো. ইলিয়াছ (২৮)।.
নিহতের ব্যক্তির স্ত্রী হাসন বশর স্বামী নিখোঁজের সময় পরনে থাকা কাপড়, প্যান্ট, বেল্ট ইত্যাদি দেখে লাশটি শনাক্ত করেন। .
গতকাল রাতে ময়নাতদন্তের জন্য আমিনের লাশ উখিয়া থানা–পুলিশের মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।.
. .
Ajker Bogura / জয় বাংলা নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: