• ঢাকা
  • শনিবার, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে চলাচলের রাস্তা খুঁড়ে প্রতিবন্ধকতা


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৩ পিএম
নন্দীগ্রামে চলাচলের রাস্তা খুঁড়ে প্রতিবন্ধকতা

প্রায় ৫০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা খুঁড়ে কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পেংহাজারকি গন্ধবপুর পশ্চিমপাড়া যাতায়াতের বিকল্প সড়ক ব্যবস্থা না থাকায় শত বছরের ওই রাস্তা দিয়ে ভ্যান, মোটরসাইকেল গ্রামের কৃষকেরা বিভিন্ন মৌসুমে তাদের চাষাবাদি ফসলসহ প্রতিদিনই আসা যাওয়া করেন। .

রাস্তার মাঝখানে খুঁড়ে কেটে গভীর গর্ত করে রেখেছেন গন্ধবপুরের মজিবুর রহমানের ছেলে মাহাবুবুর রহমান। গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনা ঘটে। এনিয়ে ওই মহল্লার ভূক্তভোগীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ঘটনায় ওই দিনই মাহাবুবুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন পেংহাজারকি গন্ধবপুরের আব্দুল মান্নানের ছেলে আজিজুল হাকিম সিহাব।.

অভিযোগ সূত্রে আজ বুধবার ( জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে, গন্ধবপুর পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়ার মানুষের চলাচলের একমাত্র রাস্তা মাহাবুবুরের পরিবারের জায়গার ওপর দিয়ে শত বছর আগে করা হয়। ওই রাস্তা দিয়ে ভ্যানসহ প্রায় ৫০ পরিবারের মানুষ চলাচল করেন। সম্প্রতি রাস্তায় ৪০ দিনের কর্মসূচির কাজ চলছে। ঘটনার দিন রাস্তা কেটে খুঁড়ে গভীর গর্ত করে রাখে মাহাবুবুর। তাদের জায়গার ওপর দিয়ে গ্রামের লোকজনকে চলাচল করতে দেবে না বলে জানিয়ে দেন। গ্রামের লোকজন তাকে রাস্তা না কাটার অনুরোধ করলে মাহাবুবুর ক্ষিপ্ত হয়ে হুমকিসহ সবাইকে গালিগালাজ করেন।.

মাহাবুবুর রহমান জানান, আমার জায়গার ওপর দিয়ে অনেকদিন চলাচল করার সুযোগ দিয়েছি। এখন চলাচল করতে দিব না। ব্যাপারে নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক শাহ সুলতান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি। মাহবুবুরকে সতর্ক করা হয়েছে।.

 .

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ