
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল যেন তারার হাট বসিয়েছে। দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ধরে রাখে তারা, সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় তাওহিদ হৃদয়কে। আজ ঢাকার সোনারগাঁওয়ে চলমান ড্রাফট থেকে আরও কজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। .
জাতীয় দলে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে টেনেছে ফরচুন বরিশাল। মাহমুদউল্লাহ রিয়াদকেও দলে ভিড়িয়েছে তারা। এ ছাড়া বিদেশি ক্যাটাগরি থেকে চ্যাম্পিয়নরা দলে টেনেছে কাইল মেয়ার্স ও দাভিদ মালানকে। লিটন কুমার দাসকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।.
ড্রাফট থেকে তাসকিন আহমেদকে দলে নিয়েছে দুর্বার রাজশাহী। খুলনা টাইগার্স নিয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। সৌম্য সরকারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। মাশরাফি বিন মুর্তজাকে নিয়েছে তার পুরনো দল সিলেট স্ট্রাইকার্স। ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়ালকেও দলে নিয়েছে তারা। .
ড্রাফটের ৪ রাউন্ড শেষে যেমন দাঁড়িয়েছে সাত দল (ধরে রাখা ও সরাসরি চুক্তিসহ).
দূর্বার রাজশাহী: তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন।.
ঢাকা ক্যাপিটালস: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনাজ দাহানি, স্টিফেন এসকিনজাই, সাইম আইয়ুব, মীরহামজা হোতাক।.
চিটাগাং কিংস: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ওকোনেল।.
খুলনা টাইগার্স: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, নাঈম শেখ, মাহমুদ হাসান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি।.
রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, অ্যালেক্স হেলস, কুশদিল শাহ, আল্লাহ ঘাজানফার, স্টিফেন রায়ান টেইলর, সৌরভ নেত্রাভালকার, আকিব জাবেদ, কার্টিস ক্যাম্ফার।.
সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মুর্তজা, জাকের আলী অনিক, রনি তালুকদার, আল আমিন হোসেন, আরাফাত সানি, তানজিম হাসান সাকিব, জাকির হাসান, পল স্টার্লিং, জর্জ মানজে, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারী।.
ফরচুন বরিশাল: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানবীর ইসলাম, রিপন মন্ডল, কাইল মেয়ার্স, দাভিদ মালান, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, ফাথুম নিসাঙ্কা।. .
Ajker Bogura / Md.Showrov Hossain
আপনার মতামত লিখুন: