
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রবি জুতা সেলাই করছেন। হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি।.
মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা হয় তাকে। ক্রিকেটার মাশরাফি আর বন্ধু মাশরাফি সম্পূর্ণ দুই ধরনের । একজন বিশ্বের ক্রিকেট পরাশক্তিকে নাজেহাল করে, অন্যজন বন্ধুত্বের এক অনন্য উদাহরণ ।.
মাশরাফির আরেকজন বন্ধু সুমন, পেশায় ঝাড়ুদার। মাশরাফির পুরাতন বন্ধুদের মধ্যে একজন একসাথে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব সময় পাশে থাকতেন। মাশরাফি নড়াইলে আসলে বা ঢাকায় থাকলেও, সকলের সাথে যোগাযোগ রাখেন। সময়পেলেই চলে আসে নড়াইলে।.
সুমন বলেন, 'ছোটবেলা থেকেই আমরা একসাথে চলাফেরা, খেলা-ধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সাথে না মিশলেও তো পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সাথে যোগাযোগ করে, তবেই আসবে।'.
৪ বছর আগে, বিপিএলের এক ম্যাচে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফির দিকে তেড়ে আসেন চিটাগং ভাইকিংসের পেসার শুভাশীষ রায়। অভিযোগ উঠেছিল, সনাতন ধর্মালম্বী বলে শুভাশীষকে মাশরাফি গালি দিয়েছেন।.
ম্যাচের পরদিন সাংবাদিকদের সঙ্গে আড্ডায় সফল অধিনায়ক ম্যাশ বলছিলেন, ‘ভাই দেখেন, আমি নাকি শুভাশীষ রে হিন্দু বলে গালি দিছি। এরা জানেই না আমার বন্ধু হলো সব মুচি, মেথর, নাপিত। নড়াইলে আমার কত বন্ধুই হিন্দু।’.
. .
Ajker Bogura / অনলাইন নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: