
নিউজিল্যান্ড সিরিজ বিষয়ে এক ভিডিও বার্তায় সুখবর জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড পরীক্ষা ছিল। আজ সকালে ফলাফল এসেছে, আলহামদুলিল্লাহ, আমরা সবাই নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’ ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে কাল থেকে পুরোদমে অনুশীলন করবে বাংলাদেশ দল।.
উল্লেখ্য যে, .
১২ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছানোর পর থেকেই কোয়ারেন্টিন করছে বাংলাদেশ দল। অথচ এবারের নিউজিল্যান্ড সফরে মুমিনুলদের কোয়ারেন্টিন করার কথা সাত দিন। কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও বাংলাদেশ দলের নিউজিল্যান্ডগামী বিমানের এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় পাল্টে গেছে হিসাব–নিকাশ। সিরিজ নিয়ে বাঁধার মুখে পড়েছিলো টিমটাইগার । .
কোয়ারেন্টিন থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশ দলকে চতুর্থবারের মতো করোনা নেগেটিভ বাধ্যতামূলক। গতকাল সেই চতুর্থ করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন ক্রিকেটাররা। সকল শঙ্কা মুক্ত হয়ে টিম টাইগার দলের সকল সদস্য করোনা নেগেটিভ হিসাবে প্রমাণিত হয় । .
মাউন্ট মঙ্গানুইতে নতুন বছরের প্রথম দিন মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল।.
.
.
Ajker Bogura / অনলাইন নিউজ ডেস্ক
আপনার মতামত লিখুন: