• ঢাকা
  • শনিবার, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বিএনপির ছেড়ে দেওয়া ২টি আসনে নির্বাচন করবেন হিরো আলম


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪৪ এএম
মনোনয়নপত্র কিনেছেন হিরো আলম

হিরো আলম বিএনপি’র ছেড়ে দেওয়া বগুড়ার দু’টি সংসদীয় আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন।
আলোচিত আশরাফুল আলম সাঈদ যিনি বিনোদন জগতের হিরো আলম। সোমবার (২রা জানুয়ারি) সকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি এই মনোনয়নপত্র কেনেন। মনোনয়নপত্র কিনে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র কিনেছি। আগামী ৫ তারিখের আগে মনোনয়নপত্র জমা দিয়ে দিবো।’
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় যাচাই-বাছাইয়ের দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান। ব্যাপক আলোচনার মধ্যে সিংহ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। নির্বাচনের দিন দুপুরের দিকে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। যে সময় তার জামানত বাজেয়াপ্ত হয়েছিলো। নির্বাচনে তাকে হেনস্থা করা হয়েছিলো বলে অভিযোগ করেছিলেন।
আশরাফুল আলম সাঈদ (যিনি হিরো আলম নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি। তিনি মূলত তার বেসুরো গলায় গানের জন্য সর্বাধিক আলোচিত-সমালোচিত। এই কারণে তিনি বিভিন্ন ইন্টারনেট বিনোদনের  উপাদানে পরিণত হয়েছেন।
হিরো আলম নিজ গ্রাম বগুড়া সদরের এরুলিয়ায় সিডি বিক্রির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের (ক্যাবল পরিচালনা) ব্যবসায় নামেন। ক্যাবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করেন। আশরাফুল আলমের ইউটিউবে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে ২০১৬ সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রল তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে উঠেন।
এ ছাড়া বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রসহ বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড-ডেসহ ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে আলোচিত হন। ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুসারে সে সময় ভারতীয় অভিনেতা সালমান খানের চেয়ে হিরো আলমকে বেশিবার গুগলে অনুসন্ধান করা হয়। ২০১৭ সালের ১১ আগস্ট আশরাফুল আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়। ২০১৮ সালে তিনি বিজু দ্য হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।
অবশ্য পরে এর আর কোন আপগ্রেড জানা যায়নি। হিরো আলম পরবর্তীতে গান গাওয়ার প্রতি মনোনিবেশ করেন ও তার প্রথম গান ছিল "বাবু খাইছো"। এরপর তিনি বেশ কিছু গান ও ভিডিও ইন্টারনেটে ছাডেন, যার মধ্যে অন্যতম ছিল রবীন্দ্র সঙ্গীত ও নজরুলগীতি। রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি ছাড়ার পর তার বিরুদ্ধে এগুলো বিকৃত করে গাওয়ার অভিযোগ ওঠে। বাংলাদেশে পুলিশের গোয়েন্দা শাখা হিরো আলমকে তাদের কার্যালয়ে ডেকে নিয়ে যায়।
পরে কখনও অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না, বিকৃত করে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত গাইবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান।  ২০১৯ সালে একুশে বইমেলায় তার আত্মজীবনী “দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো” প্রকাশিত হয়, যেটি প্রকাশ করে তরফদার প্রকাশনী এবং বইটি সম্পাদনা করেন সৌরভ আলম সাবিদ।
হিরো আলমের জীবনী অবলম্বনে মহেশ রূপরাও ঘোদেশ্বর কর্তৃক নির্মিত ও পরিচালিত হিরো আলম শিরোনামের একটি হাস্যরসাত্মক মঞ্চনাটক ২০১৯ সালের ৬ জানুয়ারি আহমেদাবাদে মঞ্চস্থ হয়। ২০১৯ সালের মে মাসে মঞ্চনাটকটি মঞ্চস্থ হয় মুম্বাইতে। 
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। ৮ জানুয়ারি মনোনয়ন বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার।.

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ