• ঢাকা
  • শনিবার, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শেরপুরে বিএনপি নেতা শাহজাহান আলী গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০১ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২৯ পিএম
বগুড়া শেরপুরে বিএনপি নেতা শাহজাহান আলী গ্রেফতার

বগুড়া শেরপুরে বিএনপি নেতা শাহজাহান আলী গ্রেফতার ১লা নভেম্বর বুধবার সন্ধ্যা আনুমানিক টায় শেরুয়া বটতলা বাজার থেকে শেরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।.

প্রত্যক্ষদর্শীরা জানান শেরুয়া বটতালা বাজার করা অবস্থায় সিভিল ড্রেসে তাঁকে গ্রেফতার করে পুলিশ .

 গ্রেফতারকৃত শাহজাহান আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শেরপুর উপজেলা শাখার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং শাহ বন্দেগি ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, অবাধ নিরপেক্ষ করার দাবিতে বিরোধীদলের চলমান আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাঁকে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে দাবী করেন তার পরিবার । পুরো পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন বলেও অভিযোগ তাদের । রাজনৈতিক মত প্রকাশের কারনে হয়রানী বন্ধের দাবী জানান তারা।.

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত শাহজাহান আলীনামে ২০১৪ সালের ১৮ই জানুয়ারি, কেস নং-১৪ শেরপুর থানায় একটি সরকার বিরোধী মামলা চলমান। তিনি সেই মামলায় বর্তমানে জামিনে আছেন।.

গ্রেফতারের বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক বাবু কুমার সাহা জানান, শাহজাহান আলী বিএনপির স্থানীয় নেতা। তার বিরুদ্ধে চলমান সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগ আছে। তাকে জেল হাজতে প্রেরন করা হবে। .

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ