
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল বাদী হয়ে বগুড়া সদর থানায় সোমবার (৩০ অক্টোবর) রাতে এই মামলা করেন।.
বিস্ফোরক আইনে মামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। তিনি বলেন, এ পর্যন্ত এ মামলায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারে অভিযান চলছে।.
মামলায় রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা ছাড়াও খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, খায়রুল বাসার, খাদেমুল ইসলাম খাদেম, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, জাহাঙ্গীর আলম, হামিদুল হক চৌধুরী, আবু হাসান, নুরে আলম সিদ্দিকী রিগ্যানসহ ৮৪ জনের নাম উল্লেখ আছে।.
গত ২৯ অক্টোবর সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বগুড়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা চালানো হয়। এ সময় কয়েকটি ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পুলিশ টিআরশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেদিন বিএনপির নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণে হওয়ার কথা জানিয়ে আল রাজি জুয়েল বলেন, মামলায় বগুড়া জেলা বিএনপির ৮৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অনেককে।.
.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: