• ঢাকা
  • শনিবার, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

দেশে খুন, ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েছে


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০১ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৫৮ এএম
দেশে খুন, ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েছে

দেশে খুন, ধর্ষণ নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধ কমছে না। পুলিশের হিসাবে গত বছর দেশে হাজার ২৮টি খুন হাজার ২০২টি ধর্ষণের মামলা হয়েছে। অর্থাৎ দিনে ৮টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে এবং ১৪টির বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সময় নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১১ হাজার ৩৭টি। সে হিসাবে দিনে ৩০টির বেশি নারী নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের খাতায়।.

গুরুতর এসব অপরাধের বাইরে দেশে দস্যুতা বা ডাকাতি, অপহরণ চোরাচালানএই তিন ধরনের অপরাধ বেড়েছে। গত তিন বছরের পুলিশ সদর দপ্তরের তৈরি করা সারা দেশের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে চিত্র পাওয়া গেছে। সারা দেশের থানাগুলোয় হওয়া মামলার ভিত্তিতে পরিসংখ্যান তৈরি করেছে পুলিশ সদর দপ্তর।.

 .

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত তিন বছরই দেশে গড়ে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটেছে। ২০২২ সালে মামলার সংখ্যা ছিল গত বছরের চেয়ে ৯৮টি বেশি। তার আগের বছর ২০২১ সালে করোনাকালে গত বছরের চেয়ে ১৮৬টি বেশি খুনের ঘটনা ঘটে। অবশ্য করোনাকালে বেশ কিছু নৃশংস খুনের ঘটনা ঘটে, যেগুলোয় পরিবারের সদস্য বা স্বজনেরাই জড়িত ছিলেন। স্ত্রী, সন্তান বা মা-বাবাসহ পরিবারের ছোট্ট শিশুকে পর্যন্ত হত্যার ঘটনা ঘটে।.

দেশে ধর্ষণের ঘটনাও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত বছর ধর্ষণের মামলা হয়েছে পাঁচ হাজারের বেশি, তার আগের বছর এই সংখ্যা ছিল হাজার বেশি ( হাজার ৩২টি) যৌন সহিংসতা ধর্ষণের ঘটনা বাড়ার ক্ষেত্রে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি পর্নোগ্রাফিও বড় একটি কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।.

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত তিন বছরই দেশে গড়ে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটেছে।.

দেশে নারী নির্যাতনের চিত্রও ভয়াবহ। গত বছর ১১ হাজার ৩৭টি নারী নির্যাতনের মামলা হয়। তার আগের বছর ধরনের মামলা ছিল সাড়ে ১২ হাজারের বেশি। শিশু নির্যাতনের ঘটনাও তিন বছর ধরে বেড়ে চলছে। গত বছর শিশু নির্যাতনের ঘটনা ছিল আড়াই হাজারের বেশি। আগের বছর সংখ্যা ছিল হাজার ২০৫।.

সরকারি-বেসরকারি নানা উদ্যোগের ফলে দেশে অ্যাসিড-সন্ত্রাস অনেকাংশে কমে এলেও গত বছর ১০টি অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। আগের বছর এমন ঘটনা ছিল ১১টি। ২০২১ সালে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা হয় ১২টি।.

দেশে ধর্ষণের ঘটনাও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত বছর ধর্ষণের মামলা হয়েছে পাঁচ হাজারের বেশি, তার আগের বছর এই সংখ্যা ছিল ১ হাজার বেশি (৬ হাজার ৩২টি)।.

 .

তিন অপরাধ বেড়েছে.

পুলিশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত তিন বছরে দস্যুতার ঘটনা বেড়েছে। ২০২১ সালে দস্যুতার ঘটনা ঘটে ৯৭১টি। সেখানে পরের বছর ১৫৭টি বেশি এবং গত বছর (২০২৩) ২৫৬টি বেশি ধরনের অপরাধ সংঘটিত হয়। দস্যুতা প্রকারান্তরে ডাকাতি।.

২০২০ সালের ১৫ সেপ্টেম্বরে দিনদুপুরে তিন সশস্ত্র দুর্বৃত্ত মুখে মাস্ক মাথায় হেলমেট পরে চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকের উথলী শাখায় ঢোকে। তারা পিস্তল বের করে ব্যাংকের ব্যবস্থাপকসহ সবাইকে জিম্মি

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ