
অদ্য ০৪/১১/২০২৩ তারিখ বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম-এঁর সভাপতিত্বে জাতীয় সংবিধান দিবস-২০২৩ এবং জাতীয় সমবায় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। সকাল ৯:৩০ মিনিটে জাতীয় সমবায় দিবস ২০২৩ এর র্যালি ও ১০:০০ ঘটিকায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মকবুল হোসেন, সম্মানিত চেয়ারম্যান, জেলা পরিষদ, বগুড়া; জনাব মোহাম্মদ-আল-মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)৷ বগুড়া; জনাব ফিরোজা পারভীন, ইউএনও, বগুড়া সদর; জনাব মোঃ মাসুদ পারভেজ, জেলা সমবায় কর্মকর্তা; বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আখতারুজ্জামান; জনাব আমিনুল ইসলাম ডাবলু, সভাপতি, সমবায় ব্যাংক, বগুড়া প্রমুখ। মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১ঃ০০ টায় জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংবিধান দিবস-২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সংবিধান দিবসের গুরুত্বের ওপর আলোকপাত করেন। মান্যবর জেলা প্রশাসক মহোদয় তাঁর সভাপতির বক্তব্যে সংবিধানের ইতিহাসের ওপর আলোকপাত করেন এবং সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।.
Ajker Bogura / Hasibul Hasan
আপনার মতামত লিখুন: