
.
এই ছবি ১৯৪৭ সালে ভারত ভাগের সময়। মিথ্যে রটিয়ে কি লিখছে দেখেন এরা?.
এদের প্রতিরোধ করার কি কেউ নেই? এসব প্রতিরোধের কেউ আসলে নেই। সবাই এখানে ক্লাব পরিবর্তনের মতো যেকোনো একটি দলে সংযুক্ত হয়ে "রাজনীতি" করে যাচ্ছে। যখন যে দলে(ক্লাবে) যুক্ত থাকে সে দলের(ক্লাবের) আদর্শের বা বিধি-বিধান ও সংস্কার নিয়ে গলা ফাটায়। কোনো দলের আদর্শিক নেতা/সাপোর্টারের বড়োই অভাব এখন। আর, মুক্তিযুদ্ধের সাথে জড়িত এই দলটির উপরের সারির বহু নিবেদিত লোক পরপারে চলে গেছেন বা পাঠিয়ে দেওয়া হয়েছে অনুরাগীদের অনেকে নিম্নবিত্তের ও ক্ষমতাহীন। বিপরীতে মুক্তিসংগ্রাম বা স্বাধীনতার বিরোধী শক্তির লোকজন অনেক উচ্চ পদধারী ও আর্থিকভাবে ক্ষমতাবান ও চতুর। এরা উভয় পক্ষের দলের ভিতর ঢুকে নিজেদের কার্যসিদ্ধি করছে এবং নিজেদের জন্য আলাদা ভবিষ্যত(রাজনৈতিক) নির্মাণ করে চলেছেন। এজন্য এরা ভারত-বিরোধী গুজব ও আওয়ামীলীগ বিরোধী গুজবকে প্রকারন্তে প্রশ্রয় দেয় বা না দেখার ভান করে মৌন সমর্থন যুগিয়ে চলে।. .
Ajker Bogura / সোশ্যাল মিডিয়া সংবাদ
আপনার মতামত লিখুন: