
বগুড়ার শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়’ এই শ্লোগানে এবারের সমাজ সেবা দিবস পালিত হয়।.
সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষ্যে শেরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে সমাজসেবা অফিসারের কার্যালয়ের উদ্যোগে এক র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।.
এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ। বক্তব্য রাখেন শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, হাফেজ মাও. মতিউর রহমান লিটন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. ওবাইদুল ইসলাম।. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: