• ঢাকা
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

বলিউড: অমিতাভের সঙ্গে জুটি বেঁধেও ফ্লপ ঠেকানো যায়নি রতন টাটার একমাত্র ‘ব্যর্থতা’


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৫১ পিএম
বলিউড: অমিতাভের সঙ্গে জুটি বেঁধেও ফ্লপ ঠেকানো যায়নি রতন টাটার একমাত্র ‘ব্যর্থতা’

২০০৪ সালে বিক্রম ভাটের রোমান্টিক থ্রিলার ‘অ্যাৎবার’ চলচ্চিত্রের সহ-প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন রতন টাটা। এ চলচ্চিত্রের অভিনেতারা ছিলেন- অমিতাভ বচ্চন, জন আব্রাহাম এবং বিপাশা বসু।
 .

রতন টাটা এবং টাটা গ্রুপ ভারতের অনেক ক্ষেত্রে ভূমিকা রেখেছে। বিমান থেকে শুরু করে খাবার সব কিছুতেই তাদের অবদান রয়েছে। কিন্তু ভারতীয়দের আবেগের জায়গা চলচ্চিত্রে দীর্ঘ সময় অনুপস্থিত ছিল এ শিল্পগোষ্ঠী। পরবর্তীতে বলিউড 'রাজা' অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে বলিউডে প্রবেশ করেছিলেন রতন টাটা। কিন্তু দুঃখজনকভাবে তার এ প্রচেষ্টা সফল হয়নি।.

২০০৪ সালে প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন রতন টাটা। তিনি বিক্রম ভাটের রোমান্টিক থ্রিলার 'অ্যাৎবার' চলচ্চিত্রের সহ-প্রযোজক ছিলেন। এ চলচ্চিত্রের অভিনেতারা হলেন- অমিতাভ বচ্চন, জন আব্রাহাম এবং বিপাশা বসু। চলচ্চিত্রটি ১৯৯৬ সালে মুক্তি পাওয়া হলিউডের একটি চলচ্চিত্রের রূপান্তর ছিল। .

তারকা বহুল চলচ্চিত্র এবং এটি মুক্তির সময় ব্যাপক প্রচার পেলেও অ্যাৎবার বক্স অফিসে বিস্ময়করভাবে ফ্লপ হয়েছে। সাড়ে ৯ কোটি রূপি বাজেটের চলচ্চিত্র প্রথম সপ্তাহে আয় করে মাত্র পাঁচ কোটি রুপি। বিশ্বব্যাপী এর সর্বমোট আয় ছিল মাত্র আট কোটি রুপি। যদিও এর ক্ষতির কিছু অংশই টাটা গ্রুপকে বহন করতে হয়েছিল। 
 .

অ্যাটবার সামলোচকদেরও প্রভাবিত করতে ব্যর্থ হয়েছে। অনেকেই চলচ্চিত্রটিকে কৌতুকপূর্ণ সংলাপ ও মৃত্যুর থিমের জন্য সমালোচনা করেছেন। সেসময়ের জিসম চলচ্চিত্রে মাত্রই অভিনয় করা জুটি জন আব্রাহাম ও বিপাশা বসুকে দিয়ে অ্যাৎবারে লাভ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। প্রযোজক হিসেবে রতন টাটার এটিই ছিল একমাত্র চলচ্চিত্র।.

দুই দশকেরও বেশি সময় ধরে টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা রতন টাটা গত বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেন। গত সোমবার থেকে তিনি দক্ষিণ মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।. .

Ajker Bogura / Showrov Hossain

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ