• ঢাকা
  • শনিবার, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

ডেনমার্কে জরুরি অবতরণ করা হলো ফ্লাইট,খাবারে মিলল জ্যান্ত ইঁদুর


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:০১ পিএম
ডেনমার্কে জরুরি অবতরণ করা হলো ফ্লাইট,খাবারে মিলল জ্যান্ত ইঁদুর

স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের (এসএএস) একটি ফ্লাইটে খাবারের মধ্যে জীবন্ত ইঁদুর পাওয়ার ঘটনায় ফ্লাইটটি জরুরি অবতরণ করতে হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি.

নরওয়ের রাজধানী অসলো থেকে স্পেনের মালাগায় যাওয়ার পথে বিমানটি ডাইভার্ট করে ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। .

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারলাইন্সের মুখপাত্র অয়েস্টেইন শ্মিট জানিয়েছেন, ইঁদুরটি বিমানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে জরুরি অবতরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 .

ফ্লাইটের যাত্রীদের পরে অন্য একটি বিমানে মালাগায় পাঠানো হয়। .

এয়ারলাইন্সগুলো সাধারণত ইঁদুরজাতীয় প্রাণী বিমানে ওঠানোর অনুমতি দেয় না। কারণ, এ ধরনের প্রাণী বিমানের যেকোনো তার চিবিয়ে কেটে ফেলতে পারে, যা বড় বিপদ ডেকে আনতে পারে।.

অয়েস্টেইন শ্মিট বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। .

ওই ফ্লাইটে উপস্থিত জার্ল বোরস্ট্যাড নামক একজন যাত্রী বিবিসি নিউজ চ্যানেলকে বলেন, তার পাশে বসা এক নারী যাত্রীর খাবারের বাক্স খোলার সময় সেটির ভেতর থেকে ওই ইঁদুর বেরিয়ে আসে। .

বোরস্ট্যাড জানান, ঘটনাটি খুব ঠান্ডা মাথায় সামলানো হয়েছিল এবং তেমন কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি। .

তিনি বলেন, ফ্লাইট ডাইভার্ট করতে হওয়ায় তাদের গন্তব্যে পৌঁছে কয়েক ঘণ্টা বেশি সময় লেগেছে।.

এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো জ্যান্ত প্রাণীর কারণে ভ্রমণ বিঘ্নিত হলো।.

এর আগে দক্ষিণ ইংল্যান্ডে একটি ট্রেনের ক্যারিজে দুটি কাঠবিড়ালি ঢুকে পড়ায় ওই ট্রেনের যাত্রা মাঝপথে থামাতে হয়েছিল।. .

Ajker Bogura / Showrov Hossain

বিচিত্র সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ