• ঢাকা
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

পল্টনে সাংবাদিকের উপরে হামলা, মোটরসাইকেল ভাংচুর


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:১৯ পিএম
পল্টনে সাংবাদিকের উপরে হামলা, মোটরসাইকেল ভাংচুর

আজ পল্টনে সাংবাদিকের উপরে অতর্কিত হামলা করেছে কিছু দুর্বৃত্তকারীরা । হামলায় সাংবাদিক ও সমাজকর্মী আহসান হাবিব আহত । তার ব্যবহৃত মোটরসাইকেল ও ক্যামেরা ভাংচুর করা হয়েছে। তিনি ফেস দা পিপল ও নোঙর নিউজের উপ সম্পাদক ও আজকের বগুড়ার নির্বাহী সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী । 
আজ পল্টনে ৯ই ডিসেম্বর ২০২২ইং রোজ শুক্রবার দুপুর আনুমানিক ১.৩০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে । প্রত্যাক্ষদর্শীরা জানান, পল্টন মোড়ে সাংবাদিক আহসান হাবিবকে ৫/৬ জন মুখোশধারী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতর্কিত আক্রমণ করে ও আহত করে এবং তার ক্যামেরা ও মোটরসাইকেল ভাঙচুর করে । তাঁকে সংবাদ পরিবেশন বন্ধ করতে হুমকি দেয় এবং প্রাণনাশের চেষ্টা করে। তখন সে জীবন বাঁচাতে দৌড়ে পার্শ্ববর্তী ভবনে আশ্রয় নেয় । সাধারণ মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় । পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় ।
আহত সাংবাদিক আহসান হাবীব জানান, আজ পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিরোধী দলের আন্দোলনের সংবাদ সরাসরি লাইভ সম্প্রচার শেষ করে পল্টন মোড়ে রাখা মোটরসাইকেলের কাছে পৌছালে কিছু হেলমেট পড়া মুখোশধারী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতর্কিত আক্রমন ও শারিরিক নির্যাতন করে। মোটর সাইকেল ও ক্যামেরা ভাংচুর করে এবং প্রান নাশের হুমকি দেয়।  বিরোধী দলের সংবাদ প্রকাশ করায় ক্ষমতাসীন সরকারি দলের সমর্থকরা এই হামলা করছে বলে দাবী করেন তিনি। এই হামলার কোন বিচার হবেনা বলে আশংকা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশে এখন সাংবাদিকদের জীবন হুমকির মুখে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস দ্বারা সংকলিত 2023 সালের বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশকে 180 এর মধ্যে 163 নম্বরে স্থান দেওয়া হয়েছে, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশের সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা । বিরোধী দল ও মতের মানুষদের উপরে সরকারের নির্যাতন বন্ধের  দাবী করেন তিনি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন মিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি অনাকাংখিক বিচ্ছিন্ন ঘটনা। আমরা বিষয়টি খতিয়ে দেখবো। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
এই ঘটনায় নিন্দা জানিয়েছেন  বিভিন্ন সামাজিক পেশাজীবী মানুষ। দেশে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিরোধী দল ও মতের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
 .

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ